ঈদ পুনর্মিলনী উপলক্ষে চন্দনপুরা পশ্চিম গলি আয়োজিত দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট গত ২২ জুলাই মহসিন কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। এতে চন্দনপুরা চ্যালেঞ্জার ও চন্দনপুরা থান্ডার্স যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। এ টুর্নামেন্টে চারটি দল নিয়ে দিনব্যাপী লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় নাজিম উদ্দিন নাজু, ইব্রাহিম, নারায়ন, হায়দার কবির প্রিন্স, জাহিদ, ইকবাল, সংগঠক আব্দুর রহিম, চন্দনপুরা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক রাজু, ডেফোডিলস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রউফ ও ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন নয়ন প্রমুখ। টুর্নামেন্টের খেলাসমূহ পরিচালনা করেন সোহান আইমান, ইয়াসিন মিয়া, রবিউল ইসলাম রবি। খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতায় ছিলেন নাজমুল, টুটুল, নোমান, কাউনাইন, জনি, টিটু, মইন, রানা, সাইয়েদ, রিয়াদ, রনি, কাইয়ুম, হাসান, জুয়েল, তাহের,দিলু, শওকত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।