খাগড়াছড়িতে কঠোর লকডাউনে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণ রোধে খাগড়াছড়িতে শুরু হয়েছে দুই সপ্তাহের ‘কঠোর বিধি-নিষেধ’। কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকাল থেকে প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চলছে। জেলা সদরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাস্তায় কোন অবস্থাতেই লোক জন বের হতে পারছে না। তবে চলমান বিধি নিষেধ অমান্য করায় ১৬০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ২৮ জনকে গ্রেপ্তার করে সুর্যাস্ত পর্যন্ত কারাদন্ড দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় শ্রমজীবী মানুষের জন্য কোনো বরাদ্দ দেয়নি সরকার
পরবর্তী নিবন্ধকরোনা রোগীর সেবায় রাউজান পৌরসভাকে অ্যাম্বুলেন্স দিলেন ফজলে করিম এমপি