বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় ৩৭নং মুনির নগর ওয়ার্ডে মুন্সিপাড়া স্কুল মাঠে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩০০ জন সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এম এ মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম, সালাউদ্দিন বাবর, মিজান, এরশাদ, মো. রানা, মোরশেদ আলন, আবু নাসের জুয়েল, রেজাউল করিম মামুন, রিপন দাশ, তপু, লাভলু, নিহাল, ইকবাল মামুন, আলতাফ, আসিফ, এম এ মান্নান সিকদার, নাজমুল হক নোমান, আউয়াল খান মজুমদার প্রমুখ। এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে, আর জাতির চরম দুঃসময়ে জনগণের দুঃখ কষ্ট লাঘবে যুবলীগ দিন রাত কাজ করে যাচ্ছে। তিনি ধৈর্য ও সাহসের সাথে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যুবলীগ নেতা কর্মীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।