ব্যাংক খোলা সাড়ে ৩ ঘণ্টা, পুঁজিবাজারে লেনদেন ১০-১টা

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আগের ঘোষণা অনুযায়ী কঠোর লকডাউনের মধ্যেই আজ রোববার খুলছে ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। করোনা ভাইরাস মহামারীর প্রকোপ ঠেকাতে শুক্রবার থেকে শুরু হওয়া আরও কড়াকড়ির লকডাউনের মধ্যে আজ সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন হবে ১০ টা থেকে ২টা পর্যন্ত। আর ব্যাংকের সময়ের সঙ্গে তাল মিলিয়ে এদিন থেকে পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। লকডাউনে ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে লেনদেনের এই সময়সূচি বাংলাদেশ ব্যাংকের পৃথক প্রজ্ঞাপন ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সরকারি নির্দেশনা মেনে জানিয়েছিল। খবর বিডিনিউজের।
জুলাইয়ে শুরু হওয়া কঠোর লকডাউনে ব্যাংক চারদিন খোলা থাকলেও এবার সরকারি ছুটির দিনগুলো ছাড়া বাকি সবদিনই লেনদেন হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ-কাল ভারী বৃষ্টির আভাস
পরবর্তী নিবন্ধপোশাক কারখানা বন্ধই থাকছে