চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার করোনাক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় গতকাল শনিবার হাসপাতালে নমুনা জমা দিলে কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এর আগেরদিন গত শুক্রবার নমুনা জমা দেন চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার। কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট পরীক্ষায় উনার রিপোর্টও পজিটিভ আসে।”
তারা দু’জনই বাসায় হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, “চন্দনাইশে পাল্লা দিয়ে বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা। গতকাল শনিবার মোট ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট পরীক্ষায় ৪১ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গত শুক্রবার ৩০ জনের রিপোর্ট পজিটিভ আসে।”
এ অবস্থায় সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজে ও নিজের পরিবারকে ভালো রাখতে হলে ঘরে থাকা ছাড়া কোনো উপায় নেই।” তাই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলমও করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন আছেন।