স্যান্ডবক্স প্রোগ্রামে ৪০ কোটি বাথ আয় থাইল্যান্ডের ফুকেট ট্যুরিজমের

মৃদুল বড়ুয়া, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে | শুক্রবার , ২৩ জুলাই, ২০২১ at ৯:১৭ অপরাহ্ণ

থাইল্যান্ডের ফুকেট ট্যুরিজম ১ জুলাই থেকে স্যান্ডবক্স প্রোগ্রামের আওতায় ভ্ৰমণে আসা বিদেশী পর্যটকদের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আনুমানিক ৪০ কোটি বাথ আয় করেছে।

গত বুধবার ট্যুরিজম অথরিটি অভ থাইল্যান্ডের (টিএটি) ফুকেট অফিস জানিয়েছে ১ জুলাই স্যান্ডবক্স প্রোগ্রাম শুরুর পর থেকে এই প্রদেশটি ৯ হাজার ৩৫৮ জন বিদেশী পর্যটককে স্বাগত জানিয়েছে।

গত ২০ দিনের মধ্যে ফুকেটে যেসব দেশের পর্যটক সবচেয়ে বেশি ভ্রমণ করেছে সেই দেশগুলোর শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইস্রায়েল, জার্মানি এবং ফ্রান্স।

স্যান্ডবক্স কর্মসূচির আওতায় পর্যটকরা কোভিড-১৯ এর টিকা নেয়া থাকলে এবং কোভিড-১৯ নেগেটিভ হলে ফুকেটে ভ্ৰমণ এবং কোয়ারেন্টিন ছাড়াই থাইলান্ডের অন্য প্রদেশে অবাধে ঘুরে বেড়াতে পারবে তবে অন্যান্য অঞ্চলে ভ্রমণ করার আগে ফুকেটে ১৪ দিন থাকতে হবে।

এদিকে, ফুকেটের নৌতরী সার্ভিস হানিমুন ট্যুর লিমিটেডের কর্মীরা জানিয়েছেন, স্যান্ডবক্স প্রোগ্রাম শুরুর পর থেকে পর্যটকরা প্রতিদিন ১-২টি করে তাদের একদিনের ভ্রমণের বুকিং দিচ্ছেন।

তারা জানায়, বেশিরভাগ পর্যটক কোহ রচা এবং কো হি দ্বীপে ঘুরে দেখছেন। কোভিড-১৯ প্রাদুর্ভাবের আগে পর্যটকদের সংখ্যা যত ছিল না, স্যান্ডবক্স প্রোগ্রামের মাধ্যমে প্রবেশের অনুমতি পাওয়ার পর তুলনামূলকভাবে সেই সংখ্যা বেশ বেড়েছে বলে জানান তারা।

তারা আরও বলেন, আমরা আশা করি যে স্যান্ডবক্স প্রোগ্রামটি প্রদেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রথম পদক্ষেপ হবে যা বিদেশী পর্যটকদের রাজস্বের ওপর বেশ নির্ভরশীল।

পূর্ববর্তী নিবন্ধআকবর শাহতে অস্ত্রসহ গ্রেফতার ৪ ডাকাত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া