সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল না হলে বৃহত্তর আন্দোলন

নাগরিক সমাজের প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৮:২৪ অপরাহ্ণ

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রকল্প বাতিল না হলে চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা এসেছে নাগরিক সমাজের আয়োজিত প্রতিবাদী কর্মসূচি থেকে।

প্রতিদিনের মত আজ মঙ্গলবার বিকেলে নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়। সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, নাগরিক সমাজকে নিয়ে আমাদের চলমান প্রতিবাদ অব্যাহত থাকবে। সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল না হলে চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। চট্টগ্রাম নাগরিক সমাজ নেতৃত্ব মহাসমাবেশ করা হবে। এখানে চট্টগ্রামের মানুষ কোনো হাসপাতাল চায় না। সিআরবিকে আগের মত অবিকল রাখার দাবি চট্টগ্রামের সর্বস্তরের মানুষের। এটা চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক শিল্পী ঢালি আল মামুন, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ সেন গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম নিপু, শিল্পী দিলারা বেগম জলি, বিএফইউজে সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, জেলা শিল্প কলার সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সম্মিলিত আবৃত্তি জোটে সভাপতি অঞ্চল চৌধুরী, ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক শরিফ চৌহান, ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ গুপ্ত, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, সাংবাদিক ঋত্বিক নয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসেন, শ্রমিক লীগ নেতা তোফাজ্জল হোসেন জিকু, নাগরিক সমাজ চট্টগ্রামের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন প্রণব চৌধুরী।

নাগরিক সমাজ চট্টগ্রাম সম্বনয়কারী বিএফইউজে যুগ্ম সম্পাদক কাজী মহসিনের সভাপতিত্বে এবং দিলরুবা খানমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রাম পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফা মোহাম্মদ ইমরান, সাংস্কৃতিক সংগঠক রুবেল দাশ প্রিন্স, আমিনুল ইসলাম মুন্না, পার্থ প্রতিম বিশ্বাস, হুমায়ন কবির মাসুদ, অভিনেতা রফিউল হায়দার রুবেল, রাহুল দত্ত, মিনহাজুল ইসলাম, সব্যসাচী টিটু, মহিলা আওয়ামী লীগের নেত্রী হাসিনা আক্তার টুনু, জেসমিন জুঁই, শিল্পী বসাক, জ্যকব ডায়েস, সজল দাশ, মো. শাহাবুদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনগরজুড়ে সোয়াটের টহল
পরবর্তী নিবন্ধফেরত যাচ্ছে গরু