লোহাগাড়ায় দুই অসহায় পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

‘জমি আছে ঘর নাই’- প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত লোহাগাড়ায় দুই অসহায় পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার স্ব স্ব এলাকায় নির্মিত ঘরের সামনে পৃথক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ঘরের চাবি তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মো. জুনাইদ ও বড়হাতিয়ার সন্তান মিরান হোসেন মিজান। উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার অসহায় গৃহহীন পরিবারকে ৫০টি ঘর তৈরি করে দেয়ার প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম জেলা পরিষদ।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে চামড়ার আড়ত ও ট্যানারি খোলা রাখার দাবি
পরবর্তী নিবন্ধটিকা না নেওয়া সিঙ্গাপুরের নাগরিকদের ঘরে থাকার পরামর্শ