পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ইজারাদারকে জরিমানা

চসিকের ভ্রাম্যমাণ আদালত

| মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল সোমবার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর ডবলমুরিং থানাধীন পোস্তারপাড় কোরবানীর পশুর বাজার, চান্দগাঁও থানার কর্ণফুলী কোরবানীর পশুরহাট ও পাঁচলাইশ থানার বিবিরহাট কোরবানীর পশুর বাজার মনিটরিং করা হয়। এই সময় করোনা জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করায় ইজারাদারদের বিরুদ্ধে তিনটি মামলা রুজু পূর্বক ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরন করার জন্য ইজারাদারদের নির্দেশনা প্রদান করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসুফি মিজানকে নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান শুক্রবার