হাসপাতালে ১৪ দিনের শিশুকে ফেলে পালালেন বাবা-মা

| মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:১৯ পূর্বাহ্ণ

ক্লাবফুট (মুগুর পা) জটিলতা নিয়ে মাত্র ১৪ দিন আগে জন্ম নেওয়া এক শিশুকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন বাবা-মা। গত রোববার দুপুরে এমন ঘটনা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ঘটলেও তা জানাজানি হয় গতকাল সোমবার। খবর বাংলানিউজের।
হাসপাতালের রেজিস্ট্রার বইয়ের তথ্যানুযায়ী, শিশুটির নাম ঝর্ণা। বাবার পরিচয় লেখা হয়েছে জসিমউদ্দিন এবং ঠিকানা দেওয়া হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি এলাকায়। শিশু সার্জারি ওয়ার্ডের নার্সিং ইনচার্জ শাহিন সুলতানা জানান, চিকিৎসক শিশুটির ফাইল দেখে বাবা মায়ের সঙ্গে আলাপ করতে চাইলে নার্স এসে দেখেন বাবা মা উধাও। পরে তাদের আর খোঁজ মিলেনি। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, শিশুটির হাত ও পায়ের সমস্যা থাকায় তাকে ফেলে রেখে পালিয়ে গেছে বাবা-মা। চমেক হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের প্রধান ডা. আব্দুল্লাহ আল ফারুক বলেন, শিশুটির ক্লাবফুট (মুগুর পা) জটিলতা ছিল। চিকিৎসা করলে এ রোগ ভালো হয়। চিকিৎসা শেষ হলে শিশুটির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দখল করে পশুর বাজার, জরিমানা