উরকিরচরে দুস্থদের মাঝে চাল বিতরণ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

রাউজানের উরকিরচর ইউনিয়নে সাড়ে চার শতাধিক দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল এই চাল বিতরণ করেন। তিনি জানান, ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এলাকার দুস্থ পরিবারে চাল দিয়েছেন। এরআগে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষেও চাল দেয়া হয়েছে কর্মহীন মানুষকে। গতকাল সোমবার চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা ত্রিদীপ বড়ুয়া, মোহাম্মদ আয়ুব, মেম্বার সৈয়দ নাছির উদ্দিন, কাউছার আলম, জাহাঙ্গীর আলম সুমন, সাইফুদ্দিন সায়েফ, জগলু বড়ুয়া, এমরান হোসেন, শেখ মফিজুর রহমান, সৈয়দ আমান উল্লাহ, রায়হান।

পূর্ববর্তী নিবন্ধচবিতে রোটার‌্যাক্ট ক্লাব রেইনবো ও ন্যাচার ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধটেকনাফে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ