সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে গেছে একটি প্রাইভেটকার। এতে মর্মান্তিক মৃত্যু হয়েছে চালকের। এছাড়া লোহাগাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে ঘটেছে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিলস এলাকায় সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায় একটি প্রাইভেটকার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিহতের লাশ ও গাড়িটি উদ্ধার করে। নিহত চালকের নাম নুর মিয়া (৪০)। তিনি নগরীর ডাবলমুরিং থানার ঈদগাঁ মোল্লাপাড়ার সোনা মিয়ার পুত্র।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশে যাচ্ছিলেন নুর মিয়া। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃতদেহ ও গাড়ি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে লোহাগাড়ার আমিরাবাদে ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সংঘর্ষে প্রাইভেটকারের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। ধারণা করা হচ্ছে প্রাইভেটকারের চালক ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরে উভয়পক্ষ সমঝোতার মাধ্যমে গাড়ি ২টি নিয়ে যায়।