চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষায় আরো ৭৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ৩১ দশমিক ৩৮ শতাংশ। আক্রান্তের মধ্যে নগরীর বাসিন্দা ৫৬৮ জন ও উপজেলার ১৯৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৭১ হাজার ৬৬৭ জনে দাঁড়িয়েছে। সংক্রমিতদের মধ্যে ৫৪ হাজার ৫২৯ জন নগরীর ও ১৭ হাজার ১৩৮ জন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ২ জন। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৮৪১ জনে দাঁড়িয়েছে। এতে নগরীর বাসিন্দা ৫২১ জন ও গ্রামের ৩২০ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন ৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি মাসের প্রথম ১৮ দিনে চট্টগ্রামে ১৩৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বোয়ালখালীতে ৩০ জন, পটিয়ায় ২৮ জন, মিরসরাইয়ে ২৪ জন, সীতাকুণ্ডে ১৯ জন, সন্দ্বীপে ১৬ জন, লোহাগাড়ায় ১৫ জন, সাতকানিয়া ও বাঁশখালীতে ১৩ জন করে, চন্দনাইশে ১১ জন, রাউজানে ৮ জন, ফটিকছড়ি ও হাটহাজারীতে ৬ জন করে, আনোয়ারাতে ৫ জন ও রাঙ্গুনিয়াতে ৩ জন রয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চট্টগ্রামে নতুন ২৫৫ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৬১০ জনে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ২৮০ জন এবং ঘরে থেকে চিকিৎসা নিয়েছেন ৪৫ হাজার ৩৩০ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ২২৪ জন ও ছাড়পত্র নেন ১৯৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৬৯ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।