স্বাস্থ্যবিধি মানতে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে বলে নগরবাসীকে সতর্ক করেছেন সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার নগরীর সাগরিকা পশুরহাটসহ আশপাশের এলাকায় ক্রেতা, বিক্রেতা ও জনসাধারণের মাঝে মাস্ক, সাবান এবং স্যানিটাইজার বিতরণকালে একথা বলেন সুজন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন সংক্রমণ এবং মৃত্যুহার রেকর্ড সৃষ্টি করছে। এ অবস্থায় সরকার জনগণকে করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য নানামংখী উদ্যোগ ও প্রচারণা চালাচ্ছে। সরকারের এতোসব উদ্যোগের পরেও কতিপয় অসচেতন নগরবাসী স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে চরম উদাসীন। তারা মাস্ক তো পরিধান করছেনই না। সাবান দিয়ে হাত ধোয়া তো দূরের কথা। ফলত বাধ্য হয়েই সরকার লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। তিনি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারকে কঠোর হওয়ার অনুরোধ জানান। এছাড়া মাস্ক পরিধান ছাড়া কেউ ঘর থেকে বের হলে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে যে কোন করোনা হাসপাতালে সাতদিনের স্বেচ্ছাশ্রমের আইন কার্যকর করার আহবান জানান। তিনি পশুরহাটে উপস্থিত ক্রেতা বিক্রেতা ও জনসাধারণের মাঝে প্রায় ১ হাজার মাস্ক, সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. শাহজাহান, মহানগর ছাত্রলীগের সদস্য আরাফাত রুবেল, ইয়াসিন আরাফাত আরমান, নাঈম উদ্দীন তৌসিফ, সাজ্জাদ হোসেন সুমন, ইয়াসিন রিয়াদ, তারেকুল হক তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।