বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রে আলোচনা সভা

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৮:০১ পূর্বাহ্ণ

নগরীর বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার মঙ্গলসুত্র পাঠ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিহারের প্রতিষ্ঠাতা-পরিচালক অধ্যাপক উপানন্দ মহাথেরর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব শ্রদ্ধানন্দ থেরো। নবপণ্ডিত বিহারের আবাসিক প্রধান রতনানন্দ ভিক্ষুর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মোহামুদুল ইসলাম, সাংবাদিক সুপলাল বড়ুয়া, অধ্যাপক শ্যামল বড়ুয়া, গণমাধ্যম কর্মী রতন বড়ুয়া, রেডব্রিজ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক অর্পন বড়ুয়া, জলদী কল্যাণ সংস্থার সভাপতি কাঞ্চন কুমার বড়ুয়া। উপস্থিত ছিলেন সোমানন্দ ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু, মহানন্দ ভিক্ষু, বিনয়ানন্দ ভিক্ষু, নন্দ শ্রমণ, শ্রেষ্ঠ উপাসক মৃদুল কান্তি বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া, চবি পদার্থ বিজ্ঞান বিভাগের কর্মকর্তা দেবজিত বড়ুয়া, ইতিহাস ৭১ এর প্রকাশক দিলু বড়ুয়া, মঞ্জু বড়ুয়া, প্রিয়জয় বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশি-বিদেশি ৮০ শিল্পী নিয়ে ইডিইউর ‘হারমনি অব আর্টস’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নটরডেম কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ