করোনাভাইরাস মহামারীর মধ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনার জবাব দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। শনিবার ফেইসবুকের একটি করপোরেট ব্লগ পোস্টের বরাতে রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস মহামারী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে দায়ী করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ব্লগ পোস্টে ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন বলেন, তথ্যউপাত্ত থেকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ফেইসবুক ব্যবহারকারীদের ৮৫ শতাংশই হয় কোভিড-১৯ এর টিকা নিয়েছে অথবা টিকা নিতে আগ্রহী। প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য ছিল ৪ জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ আমেরিকানকে টিকা দেওয়া। ওই লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণ ফেইসবুক না। খবর বিডিনিউজের।
কোভিড-১৯ মহামারী নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার ঠেকাতে ফেইসবুক যথেষ্ট তৎপর নয় বলে শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন সামাজিক মাধ্যমটির কড়া সমালোচনা করেন। মহামারী মোকাবেলায় ফেইসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোর ভূমিকা নিয়ে বাইডেন বলেন, মহামারী কিন্তু কেবল টিকা নেননি এমন লোকদের মধ্যেই ছড়াচ্ছে, আর ওরা এভাবে মানুষ মারছে। ক্ষতিকর তথ্য নিয়ন্ত্রণে ফেইসবুক ব্যর্থ হচ্ছে-গবেষক এবং আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ জানিয়ে আসছেন। এরইমধ্যে কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ফেইসবুক, টুইটার ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে।