এক দৃষ্টিহীন হাতিকে খাবার খুঁজে পেতে সহায়তা করে আসছে আরেকটি হাতি। শুধু মানুষই নয় হাতির মধ্যেও এমন দৃষ্টান্ত লক্ষ্য করা গেছে। অন্ধ হাতিটিকে একা রেখে ফেলে যায়নি ‘চানা’ নামক এক হাতি। থাইল্যান্ডের এলিফ্যান্ট ন্যাশনাল পার্কের এমন ঘটনা এখন নেট দুনিয়ায়।
দৃষ্টিহীন হাতিটির নাম প্লাই থংক। অন্ধত্বের কারণে চলে ফেরা করতে পারে না বহুদিন। খাবার যোগাড় তো আরও মুশকিল। তার এমন অসহায়ত্বে দাগ কেটেছে সঙ্গী হাতি প্লাই থংকের।
হাতি ছানার সঙ্গী আরেক প্লাই থংকে কোনোভাবেই ছেড়ে যাচ্ছে না। মাটিতে পড়ে থাকা খাবার কাছে আনতে থংকে নির্দেশনা দিচ্ছে চানা। নির্দেশনা পেয়ে খাবারের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় থং। চানার পায়ের শব্দ শুনে খাবার কোথায় তা শনাক্ত করতে পারছে সঙ্গী হাতিটি। এভাবেই দীর্ঘদিন খাবারের সহায়তা করে আসছে সঙ্গী হাতিটি।
ন্যাশনাল পার্ক ও সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেক চাইলার্ট এই দৃশ্যের ভিডিও আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা গেছে, একটি হাতির কাছে খাবার পৌঁছে দিচ্ছে আরেকটি হাতি। এ ঘটনায় আনন্দ পান বলে উল্লেখ করেন লেক চাইলার্ট। এই প্রাণীদের কাছ থেকেও মানুষের অনেক কিছু শেখার আছে মনে করেন তিনি।
হাতিটি অন্ধ হওয়ার কারণ হিসেবে চাইলার্ট জানান, একটি রাইডিং কোম্পানিতে কাজ করতো থং। সেখান থেকেই ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে থাকে। একপর্যায়ে পুরোপুরি অন্ধ হয়ে যায়।