ডাকাতির নাটক সাজিয়েও রক্ষা পেলেন না স্বামী ও শাশুড়ি। ঘটনার দিন রাতেই আসল সত্যটা উদ্ঘাটিত হয়, হালিশহর এলাকার গৃহবধূ মাহবুবা আকতার (২৫) ডাকাতের হাতে নয়, পারিবারিক কলহের জেরে খুন হয়েছেন। ডাকাতের ঘটনা বলে প্রথমে প্রচার করলেও পুলিশের তদন্তে রহস্য উন্মোচন হয়েছে। এদিকে এ খুনের অপরাধে আসামি করে শাশুড়ি ও স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নিহত মাহবুবা আক্তারের স্বামী ডা. এসএম গোফরান ও শাশুড়ি নাজনীন আক্তার।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে হালিশহর নারকেলতলা এলাকায় আবু নাছের মাস্টারের বাড়িতে মাহবুবা নামে এক গৃহবধূ নিহত হন। নিহতের পর তার শ্বশুরবাড়ির লোকেরা অভিযোগ জানান, ডাকাতের দল তাকে গলা টিপে হত্যা করে। শাশুড়িও আহত হয়। তবে প্রথম থেকেই বিষয়টি মেনে নেয়নি মাহবুবার পরিবার।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আজাদীকে জানান, মাহবুবা নিহতের পরপরই তার ভাই মিশকাত বাদী হয়ে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে মৃত্যুর রহস্য উন্মোচন করতে তদন্তে নামে পুলিশ। দেখে, আসামিরা ঘটনার মোড় অন্যদিকে নেয়ার জন্য এ রকম প্রচার করেছিল। শাশুড়ি ও স্বামী মিলেই মাহবুবাকে হত্যা করেছে। মূলত পারিবারিক কলহের জের ধরেই মাহবুবা খুন হয়েছেন। তার স্বামী ডা. এসএম গোফরানের আগেও দুটি স্ত্রী ছিল। অন্যদিকে তার শাশুড়ি নাজনীন আক্তারের সাথেও কলহ ছিল। আমরা সবকিছু লক্ষ্য রেখেই তদন্ত করেছি। আমাদের হাতে আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তদন্তের স্বার্থে আপাতত বলা যাচ্ছে না। এজন্য আদালতে আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেছি।