হাটহাজারীতে ইয়াবাসহ যুবক আটক

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৮:০৯ অপরাহ্ণ

হাটহাজারীতে ৫০ পিস ইয়াবাসহ সাঈদ (২০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিয়ার রহমান-এর নেতৃত্বে চট্টগ্রাম ক-সার্কেল এর হাটহাজারী টিম উপজেলার ফতেপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা জনগন পাড়ার নাসির সওদাগরের ছেলে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ সাঈদ নামে এক যুবককে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদক আইনে মামলার মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ দিন পর শনাক্ত ৯ হাজারের নিচে
পরবর্তী নিবন্ধকিছু অতি লোভী গরু ব্যবসায়ীর কারণে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না