নাট্যশিল্পের বিকাশ ও প্রচারে বড় রকমের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সৌদি আরব। সৌদির পারফর্মিং আর্টস কর্তৃপক্ষ বুধবার এই বিষয়ে তাদের উচ্চ পরিকল্পনা প্রকাশ করেছেন। দেশটিতে সমৃদ্ধ নাট্যশিল্প তৈরির বিষয়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সম্প্রতি। পারফর্মিং আর্টস কর্তৃপক্ষ সৌদি আরবের প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা, নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি এবং বিনোদন মাধ্যমের মান উন্নয়নের লক্ষ্যে এসব পরিকল্পনা উন্মোচন করেছেন।
এই খাতের বিকাশে মোট ২৬টি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। এর মধ্যে রয়েছে, শিক্ষা, প্রশিক্ষণ, প্রতিভা-দর্শন, প্রতিষ্ঠান গড়ে তোলা, নাট্য, ঐতিহ্যবাহী নৃত্য, সাংস্কৃতিক বাণিজ্যের পরিচযা, থিয়েটার একাডেমি, ক্যারিয়ার উন্নয়ন প্রকল্প, স্নাতক তৈরি এবং এক্ষেত্রে নানা ধরনের পুরস্কারের ব্যবস্থা। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, এই বিষযে সৌদির বিভিন্ন জেলা ভিত্তিক কর্মকাণ্ড পরিচালিত হবে। শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠান থেকে এসব পরিচালিত হবে। বিভিন্ন নাট্য পরিবেশনা, অভিনয় দক্ষতা ও এই বিষয়ে সহযোগিতার মাধ্যমে সৌদি আরব চায় ২০৩০ সালের মধ্যে একটি আধুনিক সংস্কৃতিবান্ধব সমাজের দিকে ধাবিত হতে। এর জন্য বড় রকমের অর্থও বরাদ্দ রেখেছে দেশটি।












