কান্দাহারে ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত

| শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

আফগানিস্তানের কান্দাহারে তালেবান ও আফগান বাহিনীর সংঘর্ষের মধ্যে পড়ে ভারতের বার্তা সংস্থা রয়টার্সের প্রধান আলোকচিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হয়েছেন বলে জানিয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। অশান্ত কান্দাহারের ছবি তুলতে কয়েকদিন আগেই সেখানে গিয়েছিলেন দানিশ। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গী হয়ে তিনি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যাচ্ছিলেন। বৃহস্পতিবার স্পিন বোলডাক জেলায় তাদের গাড়িবহরটি তালেবান হামলার মুখে পড়ে।
ফ্রান্সভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সীমান্ত পুনরুদ্ধারে আফগান বাহিনীর অভিযানের পর স্পিন বোলডাকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সেখানেই দানিশ নিহত হন বলে টুইটারে জানিয়েছেন ভারতে আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, কান্দাহারে গত রাতে বন্ধু দানিশ সিদ্দিকী নিহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘সিআরবিতে হাসপাতাল নয়, দয়া করে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসুন’
পরবর্তী নিবন্ধনাট্যশিল্পের বিকাশ ও প্রচারে সৌদি আরবের বড় পরিকল্পনা প্রকাশ