হালদা থেকে কাতলা মা মাছ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ২:৩৭ অপরাহ্ণ

এশিয়ার একমাত্র জোয়ার ভাটার নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সরকার ঘোষিত বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি ওজনের কাতলা মা মাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নদীর মেখল ইউনিয়নের উত্তর মেখল মোজাফফরপুর এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়।
উপজেলার নবনিযুক্ত নিবাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মেখল মোজাফফরপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে ১৫ কেজি ওজনের হালদার মা মাছটি উদ্ধার করা হয়।
মাছ শিকারের ঘটনায় কেউ জড়িত থাকলে ধরিয়ে দিতে সাহায্যকারীকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। মাছটিকে হালদা রিসার্চ সেন্টারে প্রেরণের জন্য ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষণাগারে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক এলাকায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপতেঙ্গা গরুর হাটে যুবলীগের করোনা প্রতিরোধক বুথ