কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ জুলাই) ভোরে টেকনাফের জাদিমুরা ক্যাম্পে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় র্যাবের দুই সদস্য আহত হন।
নিহত রোহিঙ্গা ডাকাত জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের বশির আহমদের ছেলে হাশেম উল্লাহ (৩৩)। তিনি ডাকাত দলের প্রধান ছিল বলে জানায় র্যাব। র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর তানভীর হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, ভোরে টেকনাফ উপজেলাস্থ জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে ডাকাত দলের মধ্যে গুলাগুলির খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল তাদের লক্ষ্য করেও গুলি করে। এসময় র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে র্যাব বিপুল পরিমাণ অস্ত্রসহ গুলিবিদ্ধ আহত এক রোহিঙ্গা ডাকাতের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।