সিএসইতে লেনদেন ৬৯.৭৪ কোটি টাকা

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ৬৯.৭৪ কোটি টাকা। মোট ২৩,৬৪৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৯২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৬.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৩১৮.৫৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২১.০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১১.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৪২.০৯ তে। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৮,৮৯৪.৩২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,৭৩৬.৭৬ কোটি টাকায়। সিএসই’তে ৩৫০ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ৩২১ টির, এর মধ্যে দাম বেড়েছে ২২২ টির, কমেছে ৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোয়াটসঅ্যাপে ট্যাপ টু জয়েন ফিচার
পরবর্তী নিবন্ধবেতন ও ম্যাচ ফি বাড়ল নারী ক্রিকেটারদের