চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনার ঝুঁকি কমাতে হলে সরকারকে অন্তত ৮০% জনসাধারণকে টিকার আওতায় আনতে হবে। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে পরিণত হয়েছে। দেশের এই করোনাকালীন দুর্যোগ পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোতে ঢেলে সাজানো দরকার। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ও অপরিপক্কতার কারণেই আজ এই বেহাল দশা সৃষ্টি হচ্ছে। দেশের হাসপাতালগুলো এখন করোনা আক্রান্ত রোগীতে পরিপূর্ণ। সিটের অভাবে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি করছে রোগী। এমতাবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগে করোনা রোগীদের জন্য ফিল্ড হাসপাতাল তৈরি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার সিআরবি এলাকায় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক ছাত্র নেতা জসিম উদ্দিন চৌধুরী, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মো. মামুন, নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, কুতুব উদ্দিন কুতুব, মো. টিপু, তাসকিন প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।