রাউজানে আমড়া গাছে উঠে ডাল ভেঙে পড়ে আহমদ উল্লাহ চৌধুরী (৩৬) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে। নিহত ব্যক্তি আব্বাস আলী চৌধুরী বাড়ির মরহুম জমির হোসেন চৌধুরীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিহত আহমদ উল্লাহ স্থানীয় শাহ আলম চৌধুরীর বসতভিটায় থাকা দুটি আমড়া গাছের সব ফল দেড় হাজার টাকায় কিনে নিয়েছিল বিক্রির উদ্দেশ্যে। গাছের আড়মা পাড়তে উঠে ডাল ভেঙে পড়ে বাড়ির সীমানা প্রাচীরের উপর। এতে তিনি গুরুতর আহত হন। পরে পাড়ার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বিষটি নিশ্চিত করেছেন।