বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ গত বুধবার দিবাগত রাত ১ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্নালিল্লাহে রাজেউন)। করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল নোয়াখালীর চাটখীল থানার রুদ্র রামপুর গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল হাইসহ সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।