আনোয়ারার বরুমচড়া ইউনিয়নে গতকাল বুধবার সকালে ইউনিয়নের দুঃস্থ ও কর্মহীন ১০২০ পরিবারের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেন বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাবলু, আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কফিল, ও আবদুল গফুর ।
ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী জানান, ইউনিয়নের ৬৫০ পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে ৩ লাখ ২৫ হাজার আর ৩৭০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।












