কোরবানি ঈদের আগেই বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকলের ২১ হাজার ৫৫২ জন বদলি শ্রমিকের বকেয়া টাকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিজেএমসির চেয়ারম্যান আব্দুর রউফ। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এসব শ্রমিকের পাওনা পরিশোধে ২১২ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এরপর এদিনেই বিভিন্ন ধাপ পেরিয়ে এই অর্থ ‘ব্যাংক চেক’ পরিণত করা হয়েছে বলে মন্ত্রণালয় ও বিজেএমইসি সূত্র নিশ্চিত করেছে। ফলে আগামী ঈদুল আজহার আগেই শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া পাওনার অর্থ চলে যাবে বলে আশা করছেন বিজেএমসির চেয়ারম্যান আব্দুর রউফ। খবর বিডিনিউজের।
ধারাবাহিকভাবে লোকসানে থাকা দেশের রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ২০২০ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়। এসব পাটকলের প্রায় ২৫ হাজার কর্মচারীর চাকরি ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ মাধ্যমে অবসায়নের সিদ্ধান্ত সরকারের তরফ থেকে জানানো হয় এর আগেই। বৃহস্পতিবার বদলি শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দের বিষয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেএমসির বন্ধ ঘোষিত পাটকলগুলোর বদলি শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল’ ২০১৫ ও জাতীয় মজুরি স্কেল’২০১০-এর পার্থক্যজনিত বকেয়া পাওনা পরিশোধে এ অর্থ বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বরাদ্দকৃত অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে। এতে আরও জানানো হয়, অর্থ মন্ত্রণালয় পরিচালন ঋণ বা অপারেশন লোন হিসেবে এই টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থ ২০২১-২২ অর্থবছরের বিজেএমসির অধীন ১৮টি মিলের ২১ হাজার ৫৫২ জন বদলি শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।












