ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট এলাকা থেকে ৮০ গ্রাম ক্রিস্টাল আইস নামের মাদকসহ গ্রেপ্তার হওয়া তিন মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড তালুকদার বাড়ির মৃত আবদুল রহমানের ছেলে জালাল আহাম্মদ (৪৩), একই গ্রামের মো. মঈনুদ্দিনের ছেলে মো. ফারুক (৩০) ও সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার হারুনুর রশিদের ছেলে মো. তালাল (৩৫)। এর মধ্যে জালাল ও তালাল দুইজনই নগরীর কল্পলোক আবাসিক এলাকার এফ ব্লক ও ই ব্লকের ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সালাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পরে ব্রিজঘাট থেকে তিন মাদক ব্যবসায়ীকে আলোচিত মাদক ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান- ক্রিস্টাল আইসসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি ডাকাত লুতিয়া নিহত
পরবর্তী নিবন্ধঈদের আগে টাকা পাচ্ছেন ২১ হাজার শ্রমিক