সিআরবির পরিবর্তে অন্যস্থানে হাসপাতাল নির্মাণ দাবি

মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধন

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:৩০ অপরাহ্ণ

নগরীর সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের পরিবর্তে অন্য কোন স্থানে হাসপাতাল নির্মাণের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ও জেলা ইউনিট কমান্ড এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মহানগর ও জেলা কমিটির উদ্যোগে সিআরবির সাত রাস্তা মোড়ে গতকাল বুধবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। বক্তব্য দেন, সাধন চন্দ্র বিশ্বাস, মঞ্জুরুল আলম, আবদুর রাজ্জাক, আহমেদ হোসেন, কাজী নুরুল আবছার, আবু তাহের এলএমজি, চট্টগ্রাম প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আওয়ামী লীগ নেতা নওশাদ মাহমুদ রানা, চবির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, মো. কামরুল হুদা পাভেল, কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আবু সাঈদ মাহমুদ রণী জয়নুদ্দিন জয়, মোশাররফ হোসেন প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমাদের দুর্ভাগ্য- চট্টগ্রামে মুক্তিযুদ্ধের কোন স্মৃতিস্তম্ভ নেই। আমরা এটি নিয়ে অনেকবার বলেছি, আন্দোলনও করেছি। রেলওয়ে সিআরবিতে বেসরকারি হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। হাসপাতালসহ মেডিকেল কলেজ করার জন্য। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল তথ্য দিয়ে কারা এগুলো করছে তা বের করার দাবি জানাচ্ছি। একইসাথে যারা এই চুক্তির সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করারও দাবি জানাচ্ছি। সিআরবির পরিবর্তে অন্য কোন জায়গায় হাসপাতাল নির্মাণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্টিল মিল ও কাঠগড় এলাকায় খাইন বানিয়ে পশু বিক্রি
পরবর্তী নিবন্ধএরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়নের রূপকার