জাতিসংঘের যে বিশেষজ্ঞ দল বর্ণ বৈষম্য ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে তদন্ত করছে, তাদের যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছে সেদেশের পররাষ্ট্র দপ্তর। খবর বিডিনিউজের।
গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, দায়িত্বশীল দেশ অবশ্যই নিজেদের মানবাধিকার রেকর্ডের যাচাই-বাছাইকে সঙ্কুচিত করে না, বরং আরও উন্নতি করার প্রত্যাশা নিয়ে তাদের এসব বিষয় স্বীকার করে নেওয়া উচিত। তিনি বলেন, আমি এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের অংশীদার হতে এবং সব ধরনের বর্ণবাদ, বর্ণ বৈষম্য, জেনোফোবিয়া প্রতিরোধে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি।