মেসির ফ্লাইটে বোমাতঙ্ক স্পেন যাত্রায় বিলম্ব

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:০০ অপরাহ্ণ

আর্জেন্টিনার জার্সিতে প্রথম বড় কোনো শিরোপার স্বাদ পেয়েছেন মেসি। দেশে ফেরার পর শিরোপা উৎসবও শেষ। এরপর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে স্পেন যাওয়ার কথা ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের। কিন্তু এর আগে তার ফ্লাইট ঘিরে দেখা দিল বোমাতঙ্ক। একারণে আপাতত পিছিয়ে গেল তার স্পেনযাত্রা। আর্জেন্টিনা থেকে সপরিবারে সরাসরি স্পেনে যাওয়ার কথা ছিল মেসির। এজন্য আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দর থেকে ফ্লাইটে ধরার কথা ছিল তার। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন, বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বোমাতঙ্কের পর পুরো বিমানবন্দর খালি করে দেওয়া হয়। বাতিল করা হয় কয়েকটি ফ্লাইট। যদিও ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। পরে এ নিয়ে রোজারিও বিমানবন্দরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে তাতে আদৌ বোমা ছিল কি না তা নিশ্চিত করা হয়নি।
মেসির স্পেনযাত্রার পেছনে অন্য কারণও আছে। ৩১ জুন বার্সেলোনার সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছে। এরপর থেকে তিনি ক্লাবহীন। শোনা যাচ্ছে অন্য যেকোনো ক্লাবে যোগ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে থেকে যাবেন তিনি। ফলে সামনের কয়েকদিনের মধ্যে হয়তো কাতালান জায়ান্টদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার জন্যও স্পেনে ফেরার কথা তার।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরছেন মুশফিক
পরবর্তী নিবন্ধবেতন কমিয়ে বার্সায় মেসি?