অস্ট্রেলিয়ার সিরিজের কথা মাথায় রেখে ছুটি নেওয়া সত্তেও মুশফিককে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য রেখে দেওয়ার ঘোষনা দিয়েছিল বিসিবি। মুশফিকও রাজি ছিলেন। কিন্তু হঠাৎ করেই গতকাল দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিকের দেশে ফেরার কারণও সবাই জেনে গেছেন ইতোমধ্যেই। তার বাবা এবং মা করোনায় আক্রান্ত। শারিরীক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাওয়ায় তাদের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আনা হয়েছে। তাই দেশে ফিরে আসছেন মুশফিক। গতকালই তিনি রওয়ানা হয়েছেন দেশের উদ্দেশ্যে। আর সে কারণেই জিম্বাবুয়েল বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে দেশে ফিরে আসছেন।
করোনাকালে ক্রিকেটারদের একটি নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে পার করতে হয়। যাকে বলা হয় জৈব সুরক্ষা বলয়। জিম্বাবুয়েতেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা রয়েছেন জৈব সুরক্ষা বলয়ে। বাংলাদেশ দল যেদিন জিম্বাবুয়ে থেকে দেশে ফিরতে একই দিনে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে হলে মুশফিককে জিম্বাবুয়ে থেকে ফিরেই প্রবেশ করতে হতো জৈব সুরক্ষা বলয়ে। সে হিসেবে টি-টোয়েন্টি সিরিজের জন্যও রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। কিন্তু বাবা-মার অসুস্থতার কারনে দেশে ফিরে আসতে হচ্ছে তাকে। আগস্টে ঘরের মাঠে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হলে মুশফিকুর রহিমকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতেই হবে। যদি না খেলেন তাহলে ঘরের মাঠে অসিদের বিপক্ষে বহুল প্রত্যাশিত সিরিজ থেকে ছিটকে যাবেন মিস্টার ডিপেন্ডেবল। করোনাকালে আগস্টে ঘরের মাঠে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে হলে ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী তিনি যদি ওয়ানডে সিরিজ খেলে ২২ জুলাই দেশে ফিরতেন তাহলে তাকে অবশ্যই ১০ দিনের কোয়ারেনটাইন করতে হত। এতে করে তিনি ওই সিরিজ থেকে ছিটকে যেতে পারতেন। কারণ সিরিজ শুরু হবে ২ আগস্ট।