টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি মাহমুদউল্লাহ-মিরাজের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১১:৫৭ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাহমুদউল্লাহর দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে রেকর্ড গড়া বোলিং করা মেহেদী হাসান মিরাজেরও উন্নতি হয়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যা করা হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট, ইংল্যান্ড-পাকিস্তান ও আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ এবং অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। জিম্বাবুয়েতে পারফরম্যান্স মাহমুদউল্লাহকে এগিয়ে দিয়েছে র‌্যাঙ্কিংয়ে, এখন আছেন ৪৪ নম্বরে। কিপার-ব্যাটসম্যান লিটন দাস র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠে এসেছেন। সেঞ্চুরির স্বাদ পাওয়া সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত এখনও ঢুকতে পারেননি সেরা একশতে। মিরাজ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে এখন আছেন ২৪ নম্বরে। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ৯৫ থেকে ৮৯তম স্থানে উঠে এসেছেন পেসার তাসকিন আহমেদ। আর টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন পাঁচে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ২.৭৩ কোটি শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধটেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি পাল্টালো আইসিসি