বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুনাগরী এলাকার অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন। তবে তা কতদিন স্থায়ী হবে সেটা নিয়ে সন্দিহান স্থানীয়রা। গতকাল বুধবার দুপুরে বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী, সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদতসহ কালীপুরে অবস্থিত দুটি ইউনিয়নের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালীপুরের গুনাগরীতে অবস্থিত দুটি ইউনিয়ন ভূমি অফিসের জায়গার উপর অবৈধ স্থাপনার কারনে গুনাগরী মোড় এলাকায় যেন যানজট নিত্যনতুন কারণ। উপজেলা পর্যায়ের প্রতিটি উন্নয়ন ও সমন্বয় সভায় এ যানজট নিরসনে অনেক উদ্যোগ গ্রহন করা হলেও অবশেষে বুধবার তা কার্যকর করা হলে বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাযহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত মোবাইল কোর্টের মাধ্যমে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, উচ্ছেদের পর কেউ যদি আবার দখলের চেষ্টা করে তাহলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও দন্ড দেওয়া হবে বলে।