বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম গতকাল বুধবার শুরু হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ২৯০.৯৩ মে.টন ভিজিএফ চাল ও ১৪টি ইউনিয়নে ৪ হাজার ৫শ’ ৬৯ পরিবারের মাঝে ১ হাজার টাকা করে মোট ৪৫ লাখ ৬৯ হাজার নগদ টাকা বিতরণ করা হবে। গতকাল বৈলছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, সরকারি ট্যাক অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ। এ সময় বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব আলাউদ্দীন, দীপেশ চক্রবর্ত্তী, ইউপি সদস্য বুলবুলি দাশ, দিলুয়ারা বেগম, বিকাশ দত্ত, আবদুর রহমান, পিংকু পুরোহিত ও আবু তাহের সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।