সীতাকুণ্ড উপজেলায় বেড়েই চলছে করোনা রোগী। গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ৩৫ রোগীর করোনা শনাক্ত হয়েছে। শুধু গতকাল বুধবার আক্রান্ত হয়েছেন ৪০ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩জন।
এদিকে সীতাকুণ্ডে করোনা আক্রান্তে সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া গতকাল সীতাকুণ্ড উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। করোনার সার্বিক বিষয়ে অবহিত করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। এসময় প্রধান অতিথি এস.এম আল মামুন বলেন, করোনা প্রতিরোধে মানুষকে ঘরে রাখার জন্য প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে,তারপরও মানুষ ঘর থেকে অযথা বের হচ্ছে। তাই এলাকার মানুষকে সচেতন হতে হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ার আগেই বেশির ভাগ রোগী আইসিইউ পাওয়ার আশায়, আইসিইউ আছে এমন হাসপাতালে চিকিৎসা নিতে চায়। এ প্রবণতা থেকে চট্টগ্রামমুখী হচ্ছেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। রয়েছে সেন্ট্রাল অঙিজেনের ব্যবস্থাও।
ইউএনও শাহাদাত হোসেন বলেন, মানুষ সচেতন না হলে অভিযান পরিচালনা করে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ২০শয্যার করোনা আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অঙিজেনসহ করোনা চিকিৎসাব্যবস্থা থাকলেও রোগী ভর্তি আছেন আটজন।
করোনায় আক্রান্ত রোগীদের বেশির ভাগ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, গতকাল ৪৫জন, আগের দিন মঙ্গলবার ৫০, সোমবার ৫৪, রবিবার ২৭ ও শনিবার ৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। এ পর্যন্ত সীতাকুণ্ডে মোট আক্রান্ত ১ হাজার ৭৫৮ জন এবং মারা গেছেন ৩৪ জন।