বৈশ্বিক মহাদুর্যোগ করোনাকালে মানবিকতা চিন্তা করে দরিদ্রসীমার নিচে বসবাসকারী সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। জোট নেতৃবৃন্দ এসময় জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে দুস্থ শিল্পীদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।
সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশে এম এ সালাম বলেন, বৈশ্বিক মহামারী করোনাকাল এখন খুব ভয়াবহ। নাগরিক জীবনে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। প্রতিটি নাগরিককে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ করোনাকালে দারিদ্র সীমার মানুষের পাশে অতীতেও ছিলেন, বর্তমানেও তার সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। আশা করি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের পাশে সরকার থাকবে এবং সহযোগিতা দিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি পঙ্কজ বৈদ্য সুজন, সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, সহ-সভাপতি প্রনবরাজ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ শাহিন, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, রূপু দাশ, রিমন মুহুরী, মহিউদ্দিন আহমেদ, শংকর কান্তি দাশ, সজল দাশ, ইউনুচ মিয়া, শিমুল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












