লকডাউনে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। এসব শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করছে তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। লকডাউনের শুরু থেকে প্রতিদিন মন্ত্রীর চট্টগ্রাম নগরীর বাসায় তৈরি করা এসব খাবার ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরেও দেওয়ানজী পুকুর পাড় এলাকায় তথ্যমন্ত্রীর বাসভবনের সামনে ফুটপাতে দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সরেজমিনে দেখা যায়, দেওয়ানজী পুকুর পাড় এলাকায় নবাব সিরাজউদদৌলা রোডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই শতাধিক অসহায় মানুষ গ্রহণ করছেন খাবারের প্যাকেট। তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, ১ জুলাই সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন থেকে দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছেন তারা। সেই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া লকডাউন শেষ হলে সপ্তাহে অন্তত দুই-তিন দিন খাবার বিতরণ কর্মসূচি চালিয়ে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, কায়ছারুল আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবদুল জব্বার, সদস্য শফিউল আলম ও শৈবাল চক্রবর্তী।










