চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৩৭৫ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের নগদ অর্থ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জিআর কর্মসূচির আওতায় গত সোমবার সকালে এসব অর্থ বিতরণ করা হয়। এসময় প্রতি পরিবারে ১ হাজার টাকা করে ৩ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, বৈলতলী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলালসহ ইউপি সদস্যরা।











