চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সড়ক দুঘর্টনায় আহত যুবক মো. রুবেল (৩৫)। গতকাল সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইপিজেড থানার আকরাম আলী রোডের সাগর পাড় এলাকায় ট্রাক চাপায় গুরুতর আহত হন রুবেল। তিনি পেশায় রাজমিস্ত্রী ও আকরাম আলী রোডের ২৭ নং কলোনির মাইনুদ্দিনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত জানান, সোমবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা ট্রাক ধাক্কা দিলে রুবেল মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে একইদিন চমেক হাসপাতাল নিয়ে আসলে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে মারা যান তিনি।