নারায়ণগঞ্জে আগুনে নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি

টিইউসির সমাবেশে বক্তারা

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে নিহত শ্রমিকদের ন্যূনতম ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে (টিইউসি) চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ। এছাড়া এঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় কে.সি. দে রোড সিনেমা প্যালেস চত্বরে মানববন্ধনে নেতৃবৃন্দ এ দাবি জানান।
জেলা কমিটির কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে তারা বলেন, জরুরি বহিঃর্গমণ পথ নেই এরকম একটি কারখানা অনুমোদন দেয়া, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা, গমণের পথ তালাবদ্ধ রাখা ইত্যাদি প্রেক্ষিত বিচার করলে এটিকে দুর্ঘটনা হিসেবে প্রচার করা সম্ভব নয় বরং তা জঘন্যতম হত্যাকাণ্ড।
এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, সহ-সভাপতি অলি আহম্মদ, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্‌ জাহিদ, নুরুচ্ছাফা ভুঁইয়া, সাদেক আহমদ চৌধুরী, মোহাম্মদ হারুণ, মো. লিটন মিয়া, মো. জামালউদ্দিন, ফরিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধইরাকে কোভিড হাসপাতালে আগুন, অন্তত ৬০ মৃত্যু
পরবর্তী নিবন্ধসন্তোষ কুমার মিত্র