নিজেদের শক্ত ঘাঁটি উত্তর-পূর্বাঞ্চল থেকে ক্রমশ গোটা দেশকেই নিজেদের কব্জায় নিয়ে আসতে চাইছে তালেবান। সোমবার সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, তালেবান মধ্য আফগানিস্তানের গজনি শহরটি ঘিরে ফেলেছে। শহরের একটু বাইরের দিকে সাধারণ মানুষজনের বাড়ি দখল করে সেখানে ঘাঁটি বানিয়ে আফগান সেনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। গজনির প্রাদেশিক সরকারের মুখপাত্র হাসান রেজায়ির কথায়, ‘গজনির পরিস্থিতি শোচনীয়। সাধারণ মানুষের বাড়িতে তালেবান ঘাঁটি গেড়ে রয়েছে। ফলে আফগান সেনাদের পক্ষে এই সব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়ে পড়েছে।’ দু’দশক ধরে এই দেশের নিরাপত্তার দায়িত্বে থাকার পরে এই সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে পুরোপুরি চলে যাচ্ছে আমেরিকান বাহিনী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা করার পর থেকেই জোরকদমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।