জিম্বাবুয়ে থেকে একরাশ ভালোলাগা নিয়ে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন সাদমান ইসলাম। তার সঙ্গে ফিরেছেন টেস্ট দলের নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরি, নাঈম হাসান, সাইফ হাসান ও অধিনায়ক মোমিনুল হক। সীমিত ওভারের দলে না থাকলেও প্রস্তুতির সহায়তার জন্য দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে দুই পেসার আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেনকে। নিজের অষ্টম টেস্টে এসেছে সাদমানের প্রথম সেঞ্চুরি। তার কাছে সব মিলিয়ে অনেক প্রাপ্তির টেস্ট। দেশে ফিরে সাদমানের কণ্ঠে ফুটে উঠেছে তৃপ্তির সুর। ‘সব ব্যাটসম্যানেরই তো স্বপ্ন থাকে প্রথম একশ নিয়ে। ওরকম প্রস্তুতি নিচ্ছিলাম, আশায় ছিলাম যে একদিন হবে। জিম্বাবুয়েতে সেরাটা দিতে পেরেছি, তাই ভালো একটি ফল এসেছে। দলের জন্যও ভালো হয়েছে, দল জিতেছে।
জয় নিয়ে দেশে ফিরেছি।’ ‘ওদের কন্ডিশনে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সব সময়েই মনে করেছি যে, ওদের চেয়ে আমরা ভালো দল। আমাদের প্রস্তুতিটাও ভালো ছিল। রিয়াদ ভাই, তাসকিন, মোমিনুল ভাই সবাই আমাদের জন্য কাজটা আরও সহজ করে দিয়েছিলেন।’