তারিনের গৃহমায়া

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

একাকীত্ব ঘোচাতে অন্তর্জালে আসক্তি, এরপর কিছু ভুল- এমনই এক গল্প নিয়ে নির্মিত হলো বিটিভির ঈদের নাটক ‘গৃহমায়া’। এর প্রধান চরিত্রে অভিনয় করলেন তারিন জাহান। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন চয়নিকা চৌধুরী। নির্দেশনা ও প্রযোজনা মাহফুজা আক্তার।
নাটকটির গল্প প্রসঙ্গে মাহফুজা জানান, মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগমাধ্যম আমূল বদলে দিয়েছে মানুষের জীবন। জীবনে এখন যেমন প্রযুক্তির ছোঁয়া প্রতি পদে পদে তেমনি এর বিরূপ প্রভাব ডেকে আনে কালো মেঘের ছায়া। একই ছাদের নিচে থেকেও যেন অনেক দূরে হয়ে যায় পরস্পরের অবস্থান। সেই দূরত্বের সুযোগে নেমে আসে অশনির থাবা। যেমনটা হয়েছে মায়ার জীবনে। মায়া ঘর বেঁধেছে আসিফের সঙ্গে। আসিফ অফিস নিয়ে ব্যস্ত। এদিকে মায়ার সময় কাটে না। ধীরে ধীরে তার আসক্তি বাড়ে অন্তর্জালে। মায়ার সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয় এক যুবকের। সেই যুবক সুযোগ নেয় মায়ার অসহায়ত্বের। এগিয়ে যায় গল্প। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, নাটকের গল্পটি খুবই সুন্দর। একদম সময়োপযোগী। গল্পটি মানুষকে বিনোদিত করবে আবার বোধোদয় ঘটাবে। নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আল মামুন, মিলি বাশার, নাঈম, নাবিলা, ইভান প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টায়।

পূর্ববর্তী নিবন্ধবক্স অফিস রেকর্ড ভাঙল ব্ল্যাক উইডো
পরবর্তী নিবন্ধঈদে রাজ্জাক-কবরীর ময়নামতি