সীতাকুণ্ডে স্ত্রীর সাথে অভিমানে মো. আকরাম(২৫) নামের এক ট্রাক চালক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন আকবর হুজুরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আকরাম মানিকগঞ্জ জেলার চারিয়া উপজেলার করটিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের দোলন মোল্লার পুত্র।জানা যায়, ট্রাক চালক আকরাম তিনমাস যাবৎ ভাড়া বাসায় স্ত্রী নিয়ে বসবাস করছেন। গত একমাস আগে মনোমালিন্য করে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। এরপর থেকে মোবাইল ফোনে তাদের নিয়মিত ঝাগড়া হতো। সোমবার বিকালে ভাড়া ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। তিনি ঘটনাস্থলে এসে চকিদার দিয়ে ঘরের দরজা ভেঙে দেখেন আকরাম বিমের সাথে দড়ি বেঁধে ঝুলে আছে। পরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এব্যাপারে সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ বলেন, সে তার স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সীতাকুণ্ড থানার এসআই আশরাফ জানান, লাশটি উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে সে আত্মহত্যা করেছে।