সীতাকুণ্ডের একটি পর্যটন কেন্দ্রে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর পাহাড়ে অবমুক্ত করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ ১নং গেইটের উত্তর পাশে ওই পর্যটন কেন্দ্রের কর্মচারীরা সাপটি উদ্ধার করেন।
জানা গেছে, মাটি টা পার্ক নামের ওই পর্যটন কেন্দ্রে খোয়াড়ে রাখা হাঁসের সংখ্যা দিনদিন কমছিল। বিষয়টি নজরে রাখছিলেন পার্কের কর্মচারীরা। গতকাল অজগরটি হাঁস খেতে খোয়াড়ে ঢুকলে ধরে ফেলেন তারা। বিকেলেই বন বিভাগের একটি দল সাপটি ভাটিয়ারীর পাহাড়ে অবমুক্ত করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা শাহানশাহ নওশাদ।
স্থানীয় বাসিন্দা মামুন উর রশীদ ও ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আলম বলেন, পাহাড়ে খাদ্য সংকটের কারণে সাপসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে।