নারায়নগঞ্জে জুস কারখানায় ৫২ জন শ্রমিক নিহতের ঘটনায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, ফজলুল কবির মিন্টু, মো. পারভেজ, মো. সেলিম, মহিন উদ্দিন, আশরাফ আলী, আব্বাস আলী, সবুজ হাওলাদার, মিজানুর রহমান, কোহিনুর আক্তার কোলি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জের ঘটনা প্রমাণ করে কঠোর লকডাউন ও কোভিডের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেও অসহায় শ্রমজীবী মানুষ বাঁচতে পারছেনা। ৫২ জন শ্রমিক মারা যাওয়ার পরও মালিকের দম্ভোক্তি দেখে বিবেকবান মানুষ বিস্মিত ও হতবাক হয়েছে। শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনার দায় সরকার এবং মালিক পক্ষ কেউ এড়াতে পারে না। সমাবেশে এ ধরনের নির্মম ঘটনার জন্য দায়ী সকল পক্ষকে চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।