সাংসদ দিদারুল আলমের অর্থায়নে সীতাকুণ্ডে করোনাসহ বিভিন্ন রোগীকে ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন এতে সমন্বয়কের কাজ করছেন। করোনাকালে দীর্ঘ এক বছর ধরে আক্রান্ত রোগীর প্রাণ বাঁচাতে মোটর সাইকেলে অক্সিজেন সিলিণ্ডার নিয়ে ছুটে চলেছেন এ ছাত্রলীগ নেতা।
গতকাল শনিবার তিনি উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজাদের মার শ্বাসকষ্টের কারণে অক্সিজেন প্রয়োজন। ইউপি সদস্য সাথে সাথে ফোন দিলেন শিহাবকে। শিহাব রিফিলযুক্ত একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে তাঁর বাড়িতে পৌঁছে দেন। এভাবে প্রতিদিন কোন না কোন রোগির পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপস্থিত হন তিনি। করোনাকালে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, দুর্যোগ চলাকালে প্রত্যেক ইউনিয়নে ফ্রি সবজি বিতরণ করে অসহায় পরিবারগুলো পাশে দাঁড়িয়েছেন। শুধু তিনি নন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদেরও তিনি করোনা রোগিদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছেন।